মনিরামপুর থানা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, পৃথক দুটি কমিটি অনুমোদন দেন।
মনিরামপুর থানা বিএনপির নেতারা হলেন: আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, মো. আকতার খান (বীর মুক্তিযোদ্ধা), ডা. আলতাফ হোসেন, গাজী আব্দুস সাত্তার, অ্যাড. মুজিবার রহমান, আসাদুজ্জামান মিন্টু, মো. মিজানুর রহমান ও খান শফিয়ার রহমান।
সম্মানিত সদস্য: মো. মুছা, শফিকুল ইসলাম শফি, নিস্তার ফারুক ও অ্যাড.এমএ গফুর।
সদস্য: আসাদুজ্জামান, কফিলউদ্দিন (ঝাঁপা), আলহাজ্ব মিজানুর রহমান (রোহিতা), আতিয়ার রহমান (রোহিতা), আবু বক্কার সিদ্দিকী (রোহিতা), শামছুর রহমান (কাশিমনগর), আব্দুর রাজ্জাক (কাশিমনগর), আব্দুস সাত্তার দফাদার (ভোজগাতী), শফিউল তরফদার (ভোজগাতী), মাস্টার মতিয়ার রহমান (ঢাকুরিয়া), আলতাফ হোসেন, হযরত আলী (হরিদাসকাঠি), নিছার উদ্দিন, নূর আলী গাজী (মনিরামপুর), আব্দুল মান্নান (খেদাপাড়া), রাইহান উদ্দিন (খেদাপাড়া), কাউনাইন শান্ত, রবিউল ইসলাম (হরিহরনগর), মো. আলাউদ্দিন (ঝাঁপা), বাবুল আক্তার (ঝাঁপা), আব্দুল খালেক (মশ্মিমনগর), ডা. আব্দুর রশিদ (মশ্মিমনগর), আব্দুর রাজ্জাক (চালুয়াহাটি), বজলুর রহমান (চালুয়াহাটি), নূরুল হুদা (শ্যামকুড়), আব্দুল মান্নান (শ্যামকুড়), আব্দুস সালাম (খানপুর), শরিফুল ইসলাম (খানপুর), আব্দুল ওহাব (দুর্বাডাঙ্গা), জুলফিকার আলী (দুর্বাডাঙ্গা), অধ্যাপক নাজমুল হক (কুলটিয়া), হামিদুল ইসলাম (কুলটিয়া), আহম্মাদ আলী (নেহালপুর), নাজমুস সাদাত (নেহালপুর), আকতার ফারুক মিন্টু (মনোহরপুর), হাফিজুর রহমান (মনোহরপুর), ফিরোজ বিশ্বাস (দুর্বাডাঙ্গা), সামছুজ্জামান রনি (চালুয়াহাটি), রবিউল ইসলাম, মো. ওয়াদুদ, সিরাজুল ইসলাম, নবীরুজ্জামান আজাদ, কামরুজ্জামান বাবলু, প্রফেসর মো. নিছার উদ্দিন (হরিদাসকাঠি), কাওছার আলী (ভোজগাজী), আব্দুল মতলেব গাজী (ঝাঁপা), মিজানুর রহমান, রফিকুল বারী, (নেহালপুর), আলহাজ্ব নজরুল ইসলাম, নাজমুস সাদাত (কাশিমপুর), মতলেব হোসেন (গোপালপুর), নীল রতন দাস, মতিয়ার রহমান, হোসেন আলী, আজিবর রহমান, নাজমুস সাদাত (মনোহরপুর), অধ্যাপক মোকাররম হোসেন, কাওছার আলী বিশ্বাস, আহম্মাদ আলী (দুর্গাপুর), আব্দুল গণি মোড়ল, আব্দুল মজিদ, মাস্টার নূরুল ইসলাম, হরিচাদ মল্লিক, হারুন-অর-রশিদ, মফিজুর রহমান, মাস্টার ইসহক আলী, রুহুল কুদ্দুস (হরিহরনগর), মাও. আবুল হাসান, হারুন-অর-রশিদ ও মফিজুর রহমান (রোহিতা)।
পৌর বিএনপির নেতারা হলেন: আহ্বায়ক মো. খায়রুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, বাবু সন্তোষ স্বর, বসু মোল্যা, জামসেদ আলী, জাহাঙ্গীর বিশ্বাস ও জুলফিককার আলী ভুট্টো।
সদস্য: এ,কে, আজাদ, মো. আবু জাফর, আনছার আলী (১নং ওয়ার্ড), সলেমান গাজী (১নং ওয়ার্ড), ময়েজউদ্দিন খান (২নং ওয়ার্ড), জালাল উদ্দিন (২নং ওয়ার্ড), কামরুজ্জামান (৩নং ওয়ার্ড), হাসেম আলী (৩নং ওয়ার্ড), আবু তালেব (৪নং ওয়ার্ড), কবির হোসেন (৪নং ওয়ার্ড), বাবু বিশ্বাস (৫নং ওয়ার্ড), মহেন্দ্রনাথ (৫নং ওয়ার্ড), সিদ্দিকুর রহমান (৬নং ওয়ার্ড), আজিজুর রহমান (৭নং ওয়ার্ড), মশিয়ার রহমান (৭নং ওয়ার্ড), আব্দুস সাত্তার (৮নং ওয়ার্ড), মমিন উদ্দিন বিশ্বাস (৮নং ওয়ার্ড), আব্দুল মজিদ (৯নং ওয়ার্ড), আবুল হোসেন, মো. ইমরান নাজীর, মো. সাইফুল ইসলাম, কাজী আব্দুল আজিজ, লিয়াকত আলী, মো. হোসেন আলী, মো. আবুল হাসান, আসলাম হোসেন, মো. ইউসুফ আলী ও মো. আজগর আলী।