শক্তি প্রদর্শনে কাবুলে মার্কিন-অস্ত্রে সামরিক কুচকাওয়াজ তালেবানের

0

লোকসমাজ ডেস্ক॥ আমেরিকার তৈরি সাঁজোয়া যান এবং রাশিয়ান হেলিকপ্টার ব্যবহার করে তালেবান বাহিনী রবিবার কাবুলে একটি সামরিক কুচকাওয়াজ করেছে। এর মধ্যদিয়ে বিদ্রোহী বাহিনী থেকে নিয়মিত স্থায়ী সেনাবাহিনীতে তালেবানের রূপান্তর সামনে এলো।
তালেবানরা দুই দশক ধরে বিদ্রোহী যোদ্ধা হিসাবে কাজ করেছিল কিন্তু তাদের বাহিনীকে পুনর্গঠন করার জন্য আগস্টে পশ্চিমা-সমর্থিত সাবেক সরকার পতনের সময় ফেলে যাওয়া অস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুত এখন ব্যবহার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি জানান, কুচকাওয়াজটি মূলত সদ্য প্রশিক্ষিত ২৫০ জন সেনার গ্রাজুয়েশন অর্জনের সাথে সম্পর্কিত। সামরিক ওই মহড়ায় মার্কিন-তৈরি কয়েক ডজন এম ওয়ান ওয়ান সেভেন সাঁজোয়া যান, এম আই-১৭ হেলিকপ্টার টহল দিয়ে অংশ নেয়। পাশাপাশি, অনেক সেনার হাতে আমেরিকার তৈরি এম-৪ এসল্ট রাইফেল দেখা যায়। এদিকে তালেবান কর্মকর্তারা বলেছেন যে প্রাক্তন আফগান ন্যাশনাল আর্মির পাইলট, মেকানিক এবং অন্যান্য বিশেষজ্ঞদের একটি নতুন বাহিনীতে একীভূত করা হবে।