ফাইনাল সেরা মার্শ, টুর্নামেন্ট সেরা ওয়ার্নার

0

লোকসমাজ ডেস্ক॥ স্বপ্নের শিরোপা জয়ে রাখলেন ব্যাট হাতে অবদান। করলেন ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ারই ওপেনার ডেভিড ওয়ার্নার। রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। কিউইদের করার ১৭২ রানের জবাবে সাত বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জযের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ৫০ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন মিচেল মার্শ। তার ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা। ফলে অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মিচেল। টুর্নামেন্ট সেরার পুরস্কার গেছে ওয়ার্নারের শোকেসে। বিশ্বকাপে তিনি দ্বিতীয় রান সংগ্রাহক। ফাইনালে তিনি খেলেন ৩৮ বলে ৫৩ রানের ইনিংস। বিশ্বকাপে সাত ম্যাচে ওয়ার্নারের মোট রান ২৮৯। সর্বোচ্চ ৮৯ অপরাজিত। ফিফটি আছে তিনটি। গড় ৪৮.১৬। বিশ্বকাপে সর্বোচ্চ রান সেমিফাইনাল থেকে বিদায় নেয়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬ ম্যাচে তার রান ৩০৩। তার গড় ৬০.৬০। চার ফিফটি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭০।