শাহিনের গতিময় ইয়র্কারকে স্কুপে ছক্কা মেরে সেরা ওয়েড

0

লোকসমাজ ডেস্ক॥ ‘ওস্তাদের মাইর শেষ রাতে’- ম্যাথ্যু ওয়েড এই প্রবাদ যদি নাও জেনে থাকেন, সমস্যা নেই। ওয়েড চাইলে ‘ওস্তাদ’ শব্দের পরিবর্তে ‘নিজের নামটা বসিয়ে নিতে পারেন। ওয়েডের হ্যাটট্রিক ছক্কায় ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ১৪ নভেম্বর প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। ১৭ বলে ৪ ছক্কা ও ২ চারে ৪১* করে ওয়েড হলেন ম্যাচসেরা। দুবাইয়ে পাকিস্তানের দেওয়া ১৭৭ রান তাড়া করতে গিয়ে ১০০’র আগেই অস্ট্রেলিয়ার অর্ধেক ফিরে যান প্যাভিলিয়নে। ওয়েড যখন ব্যাটিংয়ে নামেন, তখনও অস্ট্রেলিয়ার দরকার ছিল ৪৬ বলে ৮১ রান। এমনিতেই সাম্প্রতিক ফর্ম ওয়েডের হয়ে কথা বলছিল না, আগের পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বলার মতো কিছু করতে পারেননি। আজ শুরুর দিকেও ওয়েড হাত খুলে খেলেননি। তবে ১৭ তম ওভারে হারিস রউফকে মার্কাস স্টয়নিজের টানা ছক্কা, চার দেখে ওয়েডের ভেতর যেন সাহস সঞ্চারিত হয়েছিল। ১৮ তম ওভার করতে আসা হাসান আলিকে তৃতীয় ও ষষ্ঠ বলে ছক্কা ও চার মেরেছিলেন ওয়েড। এরপর শাহিন শাহ আফ্রিদির ১৯তম ওভারের তৃতীয় বলে সেই হাসানের থেকে ‘জীবন’ পান ওয়েড। এরপর আর পেছনে ফিরে তাকাননি অজি বাঁহাতি ব্যাটার। চতুর্থ বলে স্কুপ, পঞ্চম বলে ডিপ মিড উইকেট দিয়ে মারার পর ষষ্ঠ বলে আবারও স্কুপ করে তিনটি ছক্কা হাঁকিয়ে ১ ওভার হাতে রেখেই দলকে ফাইনালে নিয়ে যান অজি উইকেটরক্ষক ব্যাটার। ওয়েডের ঝড়ো ব্যাটিং দেখে মাইক হাসি হয়তো মুচকি হাসি দিয়ে বলছেন, ‘হিস্টোরি রিপিটেড ইটসেল্ফ। সেদিন আমি থামিয়ে দিয়েছিলাম সাঈদ আজমলকে, আজ তুমি বিধ্বস্ত করেছ শাহিনকে।’