পাওনা ভ্যান ভাড়া চাইতে গিয়ে দেনাদারের হামলায় আহত কিশোর

0

স্টাফ রিপোর্টার ॥ ভ্যান ভাড়া বাবদ পাওনা টাকা চাইতে গিয়ে আলফাজ (১০) নামে এক কিশোর দেনাদারের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে যশোর সদর উপজেলার শাহবাজপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আলফাজ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আলফাজ জানায়, সে শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ভ্যান চালায় এবং পড়লেখা করে। ভ্যানের ভাড়া বাবদ একই গ্রামের আজিজুল ইসলামের কাছে তার ২শ টাকা পাওনা হয়। গত বুধবার রাত ৭টার দিকে আজিজুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে আজিজুল ইসলাম তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বেদম প্রহার করলে সে গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে তার পিতা দেলোয়ার হোসেন গিয়ে ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আলফাজ আরো জানিয়েছে আজিজুল তাকে কিল, ঘুষি মারে এবং গলাটিপে ধরে। পরে মাটিতে ফেলে বুকের উপর উঠে পাড়িয়েছে। আজিজুলের ছেলে শাহিনও তাকে মারপিট করেছে বলে জানিয়েছে আলফাজ।