ইউপি নির্বাচন: সাতক্ষীরার আ.লীগের ভরাডুবি, ১৩টি ইউনিয়নের মধ্যে তিনটিতে জয়, ১০টিতে অন্যরা বিজয়ী

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ফলাফলে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। দলটির মনোনীত মাত্র তিনজন প্রার্থী জয় পেয়েছে। বাকী ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মো. আজমলউদ্দীন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের মো. আলাউদ্দীন, ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোহাম্মাদ মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, লাবসা ইউনিয়নে (বিএনপি) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নে (বিএনপি) সমর্থিত এড. মো. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের (জাতীয় পার্টি) ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) কবির হোসেন মিলন ও কুশখালী ইউনিয়নে (জামায়াত) মাওলানা আব্দুল গফ্ফার জয় পেয়েছেন।