শেয়ারবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে শেয়ারবাজারে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৫.৯২ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে গত ২৫ অক্টোবর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট কমে যায়।
ডিএসই-৩০ সূচক ২০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮০.৯৬ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
ডিএসইএস সূচক ১.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৭.৫৭ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
এদিন ডিএসইতে ৩৭৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত আছে ৫০টির। দিন শেষে ডিএসইতে এদিন ১ হাজার ৫০৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৩৭ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৩১.৯৬ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো। তবে ২৫ অক্টোবর সিএসইএক্স সূচক ২৩৭ পয়েন্ট কমে।
সার্বিক সিএএসপিআই সূচক ৮৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫২০.৩২ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।
সিএসআই সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৯.৬৯ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।
বৃহস্পতিবার সিএসইতে ২৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি।