রামপালে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে কেক কেটে এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরল হক লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। সভায় যুবলীগের ১০ ইউনিয়নের সভাপতি/ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলেন।