কুষ্টিয়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর উপর হামলা, আহত ৩

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর স্বজনদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জন আহত হয়েছে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সোমবার (০৮ নভেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণার সময় উপজেলার গেটপাড়া গ্রামের করিম মেম্বারের বাড়ীর পাশে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক নূরুল ইসলামের উপর আওয়ামীলীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলীর ছেলে রিগান, ভাতিজা সাদ্দাম, ভাগ্নে মোর্শেদ ও সাদমীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা চালায়। এতে চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম (৪০) ও তার সমর্থক রুবেল আহমেদ (৪০) এবং জাহিদ হোসেন (২৬) আহত হয়। পরে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম অভিযোগ করেন হামলাকারীরা তার গায়ে থাকা মুজিব কোর্ট ছিড়ে ফেলেন ও কোর্টের পকেটে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।