ঝিকরগাছায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে চশমা প্রতীকের মাইকসেট ছিনতাইয়ের অভিযোগ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার নাভারন ইউনিয়নে চশমা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক তার প্রচার মাইক ছিনতাইয়ের অভিযোগ করেছেন। এ জন্যে তিনি নৌকা প্রতীকের প্রার্থী শাহাজাহান আলীকে দায়ী করেছেন। অভিযোগে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আগামী ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। মাইক ছিনতাইয়ের ঘটনায় প্রার্থী জিয়াউল হক বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গতকাল বিকেলে তার প্রচারমাইক ডাঙ্গী গ্রামের মোবাইল টাওয়ার এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শাহাজাহান আলীর ছেলে মাসুদের নেতৃত্বে একদল লোক মাইকসেট ও ব্যাটারি নিয়ে চলে যায়। বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।