জেরুজালেমে মার্কিন কূটনৈতিক মিশন চালু হতে দেবে না ইসরায়েল

0

লোকসমাজ ডেস্ক॥ ফিলিস্তিনিদের সহায়তার জন্য জেরুজালেমে যুক্তরাষ্ট্রের প্রধান কূটনৈতিক মিশন চালু করতে দেবে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত এ তথ্য জানিয়েছেন। এর আগে নির্বাচনের সময় মার্কিন কূটনৈতিক মিশন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বেন্নেত। তবে শনিবার তিনি সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে ওয়াশিংটনের কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছিলেন। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ফের মিশন চালুর উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জেরুজালেমের মিশন পুনরায় চালুর ঘোষণা দেন। তবে ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, কূটনৈতিক মিশন চালু হলে জেরুজালেমের স্বার্বভৌমত্ব লঙ্ঘন হবে। শনিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্নেত বলেছেন, ‘জেরুজালেমে আরেকটি আমেরিকান কনস্যুলেট চালুর সুযোগ নেই। জেরুজালেম হচ্ছে একটি রাষ্ট্রের রাজধানী, আর সেই রাষ্ট্রটি হচ্ছে ইসরায়েল।’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লেপিড জানিয়েছেন, মার্কিনিরা জেরুজালেমে নয়, তারা চাইলে ফিলিস্তিনিদের এলাকা পশ্চিম তীরের রামাল্লায় কনস্যুলেট চালু করতে পারে। তবে ফিলিস্তিনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, এতে তাদের জেরুজালেমের ওপর যে দাবি রয়েছে তা খর্ব করবে।