ডিএসইতে দাম বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

0

লোকসমাজ ডেস্ক॥দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগিকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রোববার উভয় স্টক এক্সচেঞ্জে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রথম লেনদেন শুরু হয়েছে। এদিন ১০ টাকা অভিহিত মূল্যের এই কোম্পানিটির শেয়ারের দাম প্রথম কার্যদিবসে ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম এনআরবিসি ব্যাংকের ৯.৩১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩.৬০ শতাংশ, জেনেক্সের ৩.৩৩ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২.৬৮ শতাংশ, রহিমা ফুডের ২.৫৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ২.৫১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ২.৪৩ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২.২৫ শতাংশ বেড়েছে।