যশোরে মা ছেলেসহ চারজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা ও ছেলেসহ ৪ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে যশোরে মোট ১শ’ ৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন ১ জন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা হচ্ছেন- যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুখজান বেগম (৫০), তার পুত্র মামুন হোসেন (২৩), চানপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মনোয়ার হোসেন (৩৯)। আক্রান্তরা ৪ থেকে ২০ দিন পর্যন্ত জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সকলেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন নিজ বাড়িতে। রোগীরই এ তথ্য জানিয়েছেন। এর আগে যারা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশ রাজধানী ঢাকা কিংবা অন্য জায়গা থেকে আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজের সাথে আলাপ করলে তিনি বলেন, চলতি বছর যশোরে শিশু ও নারীসহ ১শ’ ৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নারীর মৃত্যু হয়েছে।