পাইকগাছায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

0

জি,এম, মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও সমবায়ী পতকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় করকর্তা বেনজির আহমেদ এর সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সরদারন আলী আহসান, রাড়ুলী সেন্ট্রাল কোঃ ব্যাংকের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এস আই মোস্তাফিজুর রহমান, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফ.এম.এ আঃ রাজ্জাক।বক্তব্য রাখেন, মোর্ত্তজা আলমগীর রুলু, সন্তোষ কুমার সরকার, বিজন মন্ডল,এম মোসলেম উদ্দিন আহম্মেদ, আশোক ঘোষ, বিদ্যুৎ বিশ্বাস, বৈদ্য নাথ মন্ডল, গাজী শহিদুল ইসলাম, দীলিপ ঢালী, অধিবাস সানা, দ্বীজেন্দ্র ণাথ মন্ডল, অমরেশ মন্ডল, কৃষ্ণা রানী কবিরাজ, শুকুরুজ্জামান, ইব্রাহীম খলিল, বাসুদেব কবিরাজ, ভল্টন মন্ডল ও ফারুক আহম্মেদ। পরে সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতারণ করা হয়।