যশোরে অতিরিক্ত মদপানে এক ব্যক্তির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় অতিরিক্ত মন পানে দীন মোহাম্মদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। দীন মোহাম্মদকে বৃহস্পতিবার রাত পৌণে ১২টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে দীন মোহাম্মদ মৃত্যুকরণ করেন। তার স্ত্রী রেহেনা খাতুনের বরাত দিয়ে কোতয়ালি থাকার এসআই খালিদ হোসেন সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন, দীন মোহাম্মদ চাঁচড়া রায়পাড়ায় নিজ বাড়িতে অতিরিক্ত মদ পান করেন। এরপর পাশে নিয়াতনের বাড়িতে গিয়ে মাতলামি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় রেহেনা খাতুন স্বামীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। প্রায় দেড় ঘন্টা চিকিৎসাধীন থাকার পর দীন মোহাম্মদ মৃত্যুবরণ করে। ডা. ফাহিম ফয়সাল তাকে মৃত ঘোষণা করেন।