চৌগাছায় ইউপি নির্বাচন সুষ্ঠু করতে আইনানুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে : অতিরিক্ত সচিব

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরেরচৌগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আইনানুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে। ২য় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে আইনানুযায়ী সব পদক্ষেপ নেয়ার জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ করার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সাথে নির্বাচন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। নির্বাচনী আইননানুযায়ী আপনারা আপনাদের ভূমিকা সঠিকভাবে পালন করবেন বলে আশা করছি। কোন রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে আইনে দেয়া আপনাদের ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন সুষ্ঠ করবেন।
কেউ কোন সহিংসতা করলে দ্রুত পদক্ষেপ নিতেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। তিনি বলেন এই নির্বাচনে কোন রকম সহিংসতা সহ্য করা হবে না। ব্যর্থতার দায় স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তদের নিতে হবে হুসিয়ারী দিয়ে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিলো। এই নির্বাচনেও যেন ভোটাররা নির্বিঘœ ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা হবে। এ উপজেলার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, আমি এ উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। সে কারণে আমার জানা এখানকার মানুষ শান্তিপ্রিয়। প্রার্থী, ভোটারসহ সবাই মিলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে উৎসবমুখর করতে ভুমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। শুক্রবার শহরের মৃধাপাড়া মহিলা কলেজ সভাকক্ষে চৌগাছার ১১ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কালীন সময়ে তাঁদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব নির্দেশনা দিয়ে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুল হক। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনূচ আলী, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ। যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মর্কর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজাসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।