ধর্মঘটে যাচ্ছে না নৌযান, তবে বাড়ছে ভাড়া

0

হাসান মাহামুদ॥ বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং ভারতে তেল পাচারের শঙ্কা থেকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। এ কারণে বাস-ট্রাক ধর্মঘট চলছে। এদিকে বাস-ট্রাক ধর্মঘটে গেলেও এখনো নৌ রুটে ধর্মঘটের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভাড়া বাড়ানোর ঘোষণা আসতে পারে যে কোনো সময়ে। নৌ রুটে ভাড়া বাড়ানোর বিষয়ে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকেই নৌ বন্দরে যাত্রীদের সঙ্গে দফায় দফায় বসচা হয়েছে নৌযান শ্রমিকদের। জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর কারণে ব্যয় বেড়েছে পরিবহন মালিকদের। এ কারণে যাত্রীবাহী নৌযানের ভাড়া বৃদ্ধির বিষয়ে সভা ডেকেছে যাত্রীবাহী নৌযান মালিক সমিতি। আজ শুক্রবার পুরানা পল্টনস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতি সূত্র জানায়, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে সমিতির নেতৃবৃন্দ একমত হয়েছেন। এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে বলে সমিতির কয়েকজন নেতা জানিয়েছেন।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রকাশ দত্ত রাইজিংবিডিকে বলেন, ‘নৌরুটে এখনো কোনো রকম ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে খরচ বাড়বে। তাই নৌ রুটে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।’ এদিকে, সরকারিভাবে লঞ্চের ভাড়া না বাড়লেও অভ্যন্তরীণ রুটের নৌ-যানগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে ভাড়া না বাড়ানোয় আজ শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন সংগঠনের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। ভাড়া বৃদ্ধির দাবিতে রাজশাহী জেলা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চট্টগ্রামেও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে। বিভিন্ন বিভাগ ও জেলার বাস মালিক সমিতিগুলো নিজেদের মতো করে ধর্মঘটের ডাক দিয়েছে। যাত্রীবাহী নৌযান মালিক সমিতি আজ বৈঠক করে ধর্মঘট কর্মসূচিতে শামিল হওয়ার ইঙ্গিত ছিল। কিন্তু এখন পর্যন্ত সংগঠনগুলোর পক্ষ থেকে এই সংক্রান্ত কোনো রকম ঘোষণা দেওয়া হয়নি। উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ৬৫ টাকা।