ইভ্যালির এমডি রাসেলের বিরুদ্ধে যশোরে গ্রেফতারি পরোয়ানা

0

স্টাফ রিপোর্টার॥ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যশোরের একটি আদালত। চেক জালিয়াতির (ডিজঅনার) মামলায় বুধবার (৩ নভেম্বর) আদালতে উপস্থিত না হওয়ায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ফররুখ আহমেদ জানান, মামলার বাদীপক্ষের আইনজীবীর মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক বুধবার গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মোহাম্মদ রাসেল ঢাকার সাভারের কান্দি বালিয়ারপুর গ্রামের আলী আহমেদের ছেলে এবং ধানমন্ডির ১৪ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক।
মামলার বিবরণে জানা গেছে, বাদী যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মোশাহেদুর রহমান আসামি রাসেলের কাছে এক লাখ ৭৭ হাজার টাকা পাওনা আছেন। গত ১১ জুলাই আসামি ইভ্যালির ব্যাংক হিসাব থেকে এক লাখ ৭৭ হাজার টাকার একটি চেক দেন। গত ২৫ জুলাই চেকটি মোশাহেদুর রহমান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চৌগাছা শাখায় জমা দেন। ইভ্যালির হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ২৭ জুলাই চেকটি ডিজঅনার হয়। ১২ আগস্ট চেক ডিজঅনারের বিষয়টি ইভ্যালিকে উকিল নোটিশের মাধ্যমে জানানো হয়। উকিল নোটিশ পেয়েও এক লাখ ৭৭ হাজার টাকা পরিশোধ না করায় গত ২১ সেপ্টেম্বর তিনি আদালতে চেক ডিজঅনারের অভিযোগে মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। বুধবার মামলার ধার্য দিনে আসামি আদালতে উপস্থিত না থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।