যুক্তরাষ্ট্রের বক্তব্য ‘রাজনৈতিক ও মিথ্যা’: চীন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টকে রাজনৈতিক ও মিথ্যা বলে তা প্রত্যাখ্যান করেছে চীন। পক্ষান্তরে চীনকে আক্রমণ করে এমন কথা বলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বার্তা সংস্থা এএফপি লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা সংক্রান্ত রিপোর্ট রিভিউ করার জন্য ৯০ দিনের সময় বেঁধে দেন। ওই পর্যালোচনার পূর্ণাঙ্গ সংস্করণ কয়েকদিন আগে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্য করে। যুক্তরাষ্ট্রের ওই রিপোর্টে বলা হয়, পশু থেকে মানবদেহে অথবা গবেষণাগার থেকে লিক হয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে নতুন তথ্যপ্রমাণ ছাড়া গোয়েন্দা সংস্থাগুলো অধিক ন্যায়সঙ্গত রায় দিতে সক্ষম হবে না। এর জবাবে বিবৃতি দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেছেন, আগস্টে এই রিপোর্টের যে সারমর্ম প্রকাশ করা হয়েছে, তাতে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার ঘোর বিরোধী চীন।