চেয়ারম্যান প্রার্থীকে মারপিট করে মনোনয়নপত্র ছিনতাই

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে জয়নাল আবেদীন নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মারপিট করে মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তিনি গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। আহত জয়নাল আবেদীন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের দুঃখী মাহমুদের ছেলে ও বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহত জয়নাল আবেদীন জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারাবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন। সোমবার বিকেলে মোটরসাইকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছালে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে সুমন, সোহাগ, শাহারুল, আরিফসহ কয়েকজন যুবক তাকে গতিরোধ করে। এরপরই বেদম মারধর শুরু করে। এ সময় তারা পকেটে থাকা ১৪ হাজার টাকা ও মনোনয়নপত্রসহ সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। বারাবাজার ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ জয়নাল আবেদীনের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমি বিকালে নিজের মনোয়নপত্র জমা দিয়ে চলে এসেছি। ‘গ্যাঞ্জাম’ হবে বলে কোন শো-ডাউন পর্যন্ত করিনি। এ বিষয়ে আমি কিছুই জানি না। তিনি বলেন, জয়নাল আবেদীন আমাকে জড়িয়ে যে অভিযোগ করেছে তা মিথ্যা। কথার বলার এক পর্যায়ে তিনি বলেন, তবে বিএনপিরা তাকে মারতে পারে। আমার সঙ্গে জয়নালের দেখাই হয়নি। কালীগঞ্জ থানার ওসি মুহা.মাহফুজুর রহমান জানান, এখনো এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।