কেশবপুরে ইউপি নির্বাচনে: আ.লীগের মনোনয়ন চান ৮৬ প্রার্থী

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর(যশোর)॥ ইউপি নির্বাচনের তপসিল ঘোষনা না হলেও কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চেয়েছেন ৮৬ জন প্রার্থী। উপজেলা আওয়ামীলীগ সকল ইউনিয়ন কমিটিকে নিয়ে নৌকা প্রতিকের প্রাথীদের নামের তালিকা গ্রহণ করেছেন। এ তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রতি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সাথে কুশল বিনিময় ও উন্নয়নের আশ^াস দিয়ে ভোটারদেও মনোরঞ্জন করার কাজে ব্যস্ত সময় পার করছেন । ইতোমধ্যে প্রার্থীরা তাদের মনোনয়ন চুড়ান্ত করতে সম্ভব সব প্রক্রিয়া নিয়ে দেন দরবার অব্যাহত রেখেছেন। অপরদিকে পাশ^বর্তী মনিরামপুর উপজেলার নৌকা প্রতিকের মনোনয়ন দেয়া নিয়ে কেশবপুরেও প্রার্থীদের মধ্যে কোখাও উৎসাহ আবার কোথাও ভীতি সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হগয়ে নির্বাচিত চেয়ারম্যানরা এবার অনেকাংশে দলীয় মনোনয়ন চাননি। তবে কেশ বপুর উপজেলার ১১টি ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক যাকেই দেয়া হবে তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েই তালিকা পাঠিয়েছে উপজেলা আওয়ামীলীগ। অপর দিকে নির্ভর যোগ্য সুত্রের দাবি যেহেতু বিএনপি নির্বাচনে আসছে না সে ক্ষেত্রে প্রায়ই ইউনিয়নে দলীয় বিদ্রোহীঅ প্রার্থী থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
কেশবপুর সদর ইউনিয়নের বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও তার শিক্ষা প্রতিষ্ঠাণ সরকারি করনে তিনি নির্বাচন করবেন কিনা এ নিয়ে চলছে ব্যাপক সোরগোল। তিনি প্রার্থী হলে ক্ষমতাসীনদের সমুহ ভরাডুবির সম্ভাবনা ষ্পষ্ট। অপর দিকে উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক তুখোড় ছাত্রদল নেতা প্রভাষক জুলমত আলী তার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক। গত ইউপি নির্বাচনে কেশবপুর উপজেলায় আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৩জন, বিদ্রোহী ২ জন প্রার্থী নির্বাচিত হন। অনেকেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে অতি উৎসাহিত হয়েছেন এ ইউনিয়নর গুলি দখলে নিতে। শেষ মেষ নৌকা প্রতিক পাওয়া ও পরবর্তীতে স্বতন্ত্র ও বিদ্রোহীদের প্রার্থী হওয়া নির্ভর করছে দলীয় মনোনয়ন দেয়ার পর। প্রতিিিট ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় সক্রিয় নেতা কর্মীরা তাদেও পছন্দেও প্রর্থীকে নিয়ে চুলচেরা বিশ্লেষন করে চললেছেন।