শরণখোলায় চুরির অভিযোগে মা ছেলে সহ তিনজন গ্রেফতার

0

শরণখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ চুরির অভিযোগে মা ছেলে সহ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অর্ধ লক্ষাধিক চোরাই টাকা ও মোবাইল রিচার্জ কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (১ নভেম্বর) বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
শরণখোলা থানা পুলিশ জানায়, পুলিশ রবিবার সন্ধ্যায় উপজেলার রাজৈর গ্রাম থেকে চুরির সাথে জড়িত থাকার সন্দেহে রাজৈর গ্রামের মাওলানা রুহুল আমীন খানের পুত্র আম্মার খান (২২) কে গ্রেফতার করে। পরে আম্মারের স্বীকারোক্তিতে রাজৈর গ্রাম থেকে লুৎফর রহমান হাওলাদারের পুত্র জাকারিয়া হাওলাদার (২২) ও জাকারিয়ার মাতা কাজল বেগম (৫২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ কাজল বেগমের কাছ থেকে নগদ ৬২ হাজার পাঁচশত চোরাই টাকা ও কিছু এমবি ও মিনিট কার্ড উদ্ধার করে। গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলার রাজৈর গ্রামে শরণখোলা কলেজ মোড়ের আবুল কালাম হাওলাদারের লাইব্রেরী ও টেলিকম দোকানের তালা ভেঙ্গে কে বা কারা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ছিয়াশি হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানীর বিপুল পরিমাণ এমবি ও মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক সোমবার সকালে ধৃতদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।