ইউপি নির্বাচন নিয়ে সরগরম শার্শা সদর

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মহড়া, মোটরসাইকেল শো-ডাউন ও নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম শার্শা উপজেলা সদর। হোটেল রেস্তোরাঁ, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। এখানে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর মধ্যে অনেক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিশাল শো-ডাউনের মধ্যে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শার্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহারাব হোসেন। তিনি বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান হলেও দল তাকে নৌকা প্রতীক দেয়নি। তার পরিবর্তে সাবেক চেয়ারম্যান মো. কবির উদ্দিন তোতাকে এবার নৌকা প্রতীক দেওয়া হয়েছে। যে কারণে দলের নেতাকর্মীদের দাবির মুখে চেয়ারম্যান সোহারাব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে শার্শার পুটখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানকে নৌকার মনোনয়ন না দিয়ে সেখানে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সরদারকে। পুটখালী ইউনিয়নে হাদিউজ্জামানকে নৌকা না দেওয়ায় এই ইউনিয়নের গরু খামারী ও ব্যবসায়ী নাসির উদ্দিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উলাশী ইউনিয়নের সামাজিক সংগঠন স্বদেশপ্রেম’র প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম মন্টু। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাহাদুরপুর ইউনিয়নের জনপ্রিয় আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান এবং লক্ষনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক জনপ্রিয় ইউপি সদস্য শামছুর রহমান। সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০ জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৩ জন ও সাধারণ সদস্য পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৮০ জন প্রার্থী। এখনও মনোনয়নপত্র সংগ্রহের সময় রয়েছে ২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, আগামী ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৮ নভেম্বর হবে নির্বাচনের ভোট গ্রহণ।