যশোরে আলোচিত সন্ত্রাসী কাঁকনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা শিক্ষার্থীর

0

স্টাফ রিপোর্টার ॥ কলেজছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে আলোচিত সন্ত্রাসী তাঁতী লীগের কথিত নেতা আব্দুর রহমান কাঁকন (৩৫) ও তার দুই সহযোগীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। কাঁকন বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার আব্দুল হামিদ মৃধার ছেলে। তার দুই সহযোগী হলো-চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুলের পেছনের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও ঝিকরগাছা উপজেলার গুনাননগর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে আসাদুল ইসলাম (২৪)।
সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের কবিরুল ইসলামের ছেলে মাহাবুবুর রহমান সাবিত (২০) কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, তিনি এমএম কলেজে লেখাপাড়া করেন। গত ২৬ অক্টোবর দুপুর দুটোর দিকে তিনি গাড়িখানা রোডস্থ আলাউদ্দীন টাওয়ারের তৃতীয় তলার একটি রেস্টুরেন্টে এক বান্ধবীকে নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় আসামিরা তাদের কাছে যায় এবং ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি-ধামকি দেয়। এক পর্যায়ে তিনি বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে তাদের হাতে তুলে দেয়। তিনি এই ঘটনাটি পুলিশকে জানান এবং মামলা করেন। উল্লেখ্য, আব্দুর রহমান কাঁকন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মানুষকে হয়রানিসহ হুমকি ও ফাঁসিয়ে দিয়ে সুবিধা আদায়ের বহু অভিযোগ আছে। শহরের গাড়ীখানা এলাকায় সরকারি জমি দখল করে সেখানে একটি টর্চারসেল বানিয়েছিলেন কাঁকন। সরকারি দলের বিশেষ করে তাঁতী লীগের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে তার ডেরায় নিয়ে গিয়ে নির্যাতন চালালো হতো। তিনি নিয়মিত সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। পরে পুলিশ ওই ডেরায় অভিযান চালিয়ে কাঁকনকে আটক করে এবং ডেরাটি ভেঙে দেয়। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি ফের চাঁদাবাজি শুরু করেন। এসবের প্রতিবাদ করায় তার হাতে যশোরের এক সাংবাদিক নেতা লাঞ্ছিত হন। এতোকিছুর পরও কাঁকন সেই তাঁতী লীগের নাম ভাঙ্গিয়ে ফের চাঁদাবাজিতে নেমেছেন।