যশোরে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় একটি করে কৃমিনাশক ট্যাবলেট মেবেন্ডাজল (৫০০ এমজি) খাওয়ানো হবে। গতকাল সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শহীন কালেক্টরেরর স্কুলের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সকল প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষার্থীদের এক সপ্তাহ ধরে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এহতেশামুল হক যশোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কর্মসূচি পরিদর্শন করেছেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, ৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে।