যশোরে জাসদের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার॥ ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা জাসদ ৩০ অক্টোবর সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের আলোচনা সভার আয়োজন করে। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। জেলা সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস। পৌর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, প্রচার সম্পাদক সোহেল আহম্মেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে রবিউল আলম বলেন, সাম্প্রদায়িকতা আমাদের দেশে নৈতিক ভীত নাড়িয়ে দিচ্ছে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িকতা রুখতে হবে এবং এর ইন্ধনদাতাদের রাজনৈতিকভাবে ধ্বংস করতে হবে। আলোচনা সভা পরিচালনা করেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী।