আগ্রহ হারানোর শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

0

লোকসমাজ ডেস্ক॥গেল সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
গেল সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ। আর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৩৫৩ কোটি টাকা।
পতনের এই বাজারে গেল সপ্তাহজুড়ে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৩০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪৫ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩১৯ টাকা ৬০ পয়সা।
হঠাৎ শেয়ারের এমন দাম কমে যাওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৮ সালে ৭৫ শতাংশ নগদ, ২০১৭ সালে ১৫০ শতাংশ নগদ এবং ২০১৬ ও ২০১৫ সালে ৩০০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়।
ডিএসইর মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ২ পয়সা লোকসান হয়।
এদিকে দাম কমে যাওয়ার পরও গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে রাজি হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।
হাইডেলবার্গ সিমেন্টের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। ১৩ দশমিক ৬২ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- মেঘনা পেটের ১২ দশমিক ৯৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১২ দশমিক ২৮ শতাংশ, এরামিট সিমেন্টের ১২ দশমিক ১১ শতাংশ, মীর আক্তারের ১১ দশমিক ২৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ১১ দশমিক শূন্য ৫ শতংশ, সামিট পাওয়ারের ১০ দশমিক ৮২ শতাংশ এবং সালভো কেমিকেলের ১০ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।