ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিকরগাছায় ৩টি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের নেতৃত্বে পৌরসদরের ক্রিকেট একাডেমী পরিচালিত আলোকিত নাইট স্কুলের ৫০ জন, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার সুবিধা বঞ্চিত শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ২ ক্যাম্পাসের ৭০ জন ও ঝিকরগাছাসদর ইউপির মল্লিকপুর বেসরকারী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন দুস্থ শিক্ষার্থীকে দুধ, সুজি, বিস্কুট, সোয়াবিন তেলসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) শুভাগত বিশ^াস, অবসরপ্রাপ্ত নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক মনিরুল ইসলাম, হাফেজ মারুফ বিল্লাহ, ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক শাহারুল আলম হ্যাপি, ক্রিকেটার হাবিবুল বাশার, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা মেঘনা ইমদাদ, মল্লিকপুর বেসরকারী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন সুলতানা, স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক শান্তা ইসলাম, বিথি খাতুন।