স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্বামীর বিরুদ্ধে ১৬ ভরি সোনার অলঙ্কার ও ২৫টি মোবাইল ফোনসেট চুরির অভিযোগ এনে গত রোববার কোতয়ালি থানায় মামলা করেছেন জাহানারা খাতুন। অভিযুক্ত ব্যক্তির নাম আল আমিন (৩০)। তিনি ভোলার দক্ষিণ আইচা উপজেলার চর কলমি গ্রামের নুরুল হক ব্যাপারীর ছেলে। চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর এলাকার আব্দুল কাদের বিশ্বাসের মেয়ে বর্তমানে সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়ার বাসিন্দা জাহানারা খাতুনের অভিযোগ, আল আমিন তার স্বামী। চুড়ামনকাটি বাজারে তিনি নিজ টাকা খরচ করে স্বামীকে মোবাইল ফোন সার্ভিসিং এবং বিক্রির দোকান করে দিয়েছেন। গত ২৩ অক্টোবর সকাল ৭টার দিকে তিনি বাইরে যান। তখন তার স্বামী বাড়িতেই ছিলেন। এরপর দুপুর ২টার দিকে বাড়ি ফিরে এসে দেখতে পান, ঘরে তার স্বামী নেই। ঘরের ভেতর বিভিন্ন মালামাল তছনছ অবস্থায় পড়েছিলো। পরে দোকানে গিয়েও তার স্বামীর খোঁজ পাননি। তবে দোকানের তালা খোলা ছিলো। যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার স্বামীর মোবাইল ফোন নম্বরও বন্ধ পান। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তার স্বামী ঘর থেকে ১৬ ভরি সোনার অলঙ্কার ও দোকান থেকে ২৫টি মোবাইল ফোনসেট চুরি করে পালিয়ে গেছেন।