র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই চেষ্টাকালে আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে র‌্যাব সদস্য পরিচয়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের (জেটিআই) একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় আমিনুল ইসলাম (৩৫) নামে এক দুর্বৃত্ত হাতেনাতে আটক হয়েছেন। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। গত রোববার রাতে শহরতলীর ধর্মতলা মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে। শহরের কারবালা পুকুরের পূর্বপাড়ের মৃত গুজুর আলীর ছেলে আব্দুল হক (৬০) জানান, তিনি জেটিআইর ডিস্ট্রিবিউটর। গত রোববার রাতে তাদের নাভারন অফিস থেকে ৮ লাখ ৬ হাজার টাকা নিয়ে সোহাগ পরিবহনের একটি বাসে করে যশোরে আসেন। রাত সাড়ে ৯টার দিকে বাস থেকে ধর্মতলা মোড়ে নামেন। এ সময় আমিনুল নামে ওই ব্যক্তি একই বাস থেকে নেমে তাকে ঝাপটে ধরেন এবং র‌্যাব সদস্য পরিচয়ে ঘাড়ে ঝোলানো টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। সাথে সাথে তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে আমিনুলকে হাতেনাতে আটক করেন। পরে তাকে মারধর করেন লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে আটক ব্যক্তিকে তাদের হাতে তুলে দেয়া হয়। পুলিশ জানায়, আটক আমিনুল সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না শেখপাড়ার মৃত আব্দুস সবুরের ছেলে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, র‌্যাব সদস্য পরিচয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।