খুলনা বিভাগের শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় যশোরের জেলা প্রশাসককে সম্মাননা

0

স্টাফ রিপোর্টার ॥ খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হওয়ায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খানকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতি যশোর জেলা সভাপতি মো. শাহাব উদ্দীন, সাধারণ সম্পাদক বিএম জহুরুল পারভেজ, সহসভাপতি এমডি সাজ্জাদ ইকবাল, যুগ্ম সম্পাদক খান হাসান আরিফ, এমডি মোশারফ হোসেন, জুলফিকার আলী, এমডি রমজান আলী, জসিম উদ্দিন খান প্রমুখ।