যশোরে নৌকার মনোনয়ন বঞ্চিত দুই ব্যক্তির সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার প্রেসক্লাব যশোরে নৌকা না পাওয়া শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা বিপুল ও বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো. মাসুম রেজা পৃথক দুটি সংবাদ সম্মেলন করে।


নিজামপুর ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বিপুল বলেন, ২০১৬ সালে নির্বাচনে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেন। কিন্তু এমপি শেখ আফিল উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবসহ অন্যরা সহযোগিতা করে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদকে নির্বাচিত করে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অপরাধে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও প্রার্থী আবুল কালাম আজাদকে বহিষ্কার করে। যা এখনো বলবৎ আছে। বিদ্রোহী প্রার্থী বা তার সহযোগিতাকারীকে মনোনয়ন দেয়া হবে না মর্মে দলীয় নির্দেশনা থাকা সত্ত্বেও বহিষ্কৃত সভাপতি আব্দুল ওহাবকে মনোনয়ন দেয়া হয়েছে। যে কারণে ইউনিয়ন আওয়ামী লীগ চরম হতাশাগ্রস্ত। সংবাদ সম্মেলনে তার প্রার্থীতা বাতিলের জন্যে দলীয় সভানেত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
অন্যদিকে, বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন থেকে মনোনয়ন বঞ্চিত মো. মাসুম রেজা বলেন, আমি ২০০৩ সালে ছাত্র লীগের রাজনীতিতে যুক্ত হই। বর্তমানে উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার প্রয়াত পিতা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ হোসেন। আমৃত্যু উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। বিগত ২০১৬ সালের নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হই। এবারের নির্বাচনেও আমি মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছি। এমতাবস্থায় তিনি মনোনয়নের বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য দলীয় সভানেত্রীর নিকট অনুরোধ জানান।