আকরামুলের মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

0

লোকসমাজ ডেস্ক॥ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুর জামিন বাতিলের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। শনিবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে রাজধানীর মগবাজার রেলগেট থেকে এফডিসি মোড় পর্যন্ত মহানগর উত্তর ছাত্রদলের উদ্দ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসিম শিকদার রানা, যুগ্ম আহ্বায়ক সাজেদ আহমেদ, জাহিদ হাসান রাসেল, মইনুল ইসলাম মানিকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।