খুলনায় মাদক মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনায় এক মাদক মামলার রায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। খুলনার জেলা ও দায়রা জজ মো.মশিউউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ট্রাকচালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাস। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৬ সালের ২৮ নভেম্বর খুলনার ফুলতলা থানা এলাকার বাজারের সামনে রাস্তায় একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১ ০৯৬৯) আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ট্রাকে তল্লাশি করে ৫০০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাসকে আটক করা হয়। এ ঘটনায় ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী গত ২৯ নভেম্বর ফুলতলা থানায় মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৪ জানুয়ারি এসআই অঞ্জন কুমার দাস আদালতে চার্জশিট দাখিল করেন।সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।