ফেরেশতার ‘সঙ্গী’ দাবিদার প্রতারক নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ ৩ জন ফেরেশতা সাথে থাকে তার। ফেরেশতারাই রোগমুক্তির চিকিৎসা দিয়ে থাকে এমন দাবিকারী প্রতারক এক নারী কবিরাজকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকেলে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মর্জিনা বেগম ওরফে সোনিয়া (৩৪) ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। আটকের পর তার বিরুদ্ধে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার অভিযোগে কোতয়ালি থানায় মামলা করা হয়। থানা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব মামলাটি করেন।
পুলিশ জানায়, বাজুয়াডাঙ্গা গ্রামের প্রতারক কবিরাজ সোনিয়ার কার্যক্রমে বিক্ষুব্ধ ওঠে স্থানীয় লোকজন। এর প্রেক্ষিতে এলাকার মেহেদী নামে এক যুবক পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। এ খবর পেয়ে বিকেল সোয়া ৩টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজি ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত সোনিয়াকে আটক করেন। স্থানীয় লোকজন এ সময় পুলিশকে জানান যে, প্রায় ১ মাস ধরে সোনিয়া বিভিন্ন এলাকার লোকজনকে ঝাড়ফুঁক, পানিপড়া এবং ‘নিজের পা ধোয়া পানি আল্লাহর পায়ের পানি’ বলে রোগমুক্তির জন্য সেবন করতে বলেন। একই সাথে সোনিয়া তার কাছে আসা লোকজনের মাথায় পবিত্র কোরআন শরীফ রাখেন। এর ফলে তিনি পবিত্র কোরআন শরীফ অবমাননা করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সোনিয়া পুলিশকে জানান,‘ তার সাথে ৩ জন ফেরেশতা থাকেন। রোগমুক্তির জন্য ফেরেশতারাই চিকিৎসা দিয়ে থাকেন। মামলা দায়েরের পর আটক মর্জিনা বেগম ওরফে সোনিয়াকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।