যশোরে নারী ব্যাংক কর্মকর্তা ও তার আইনজীবী পিতার বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ জালিয়াতির আশ্রয় নিয়ে কাবিননামা তৈরির অভিযোগে ব্যাংক কর্মকর্তা স্ত্রী ও তার আইনজীবী পিতাসহ চার জনকে আসামি করে রোববার যশোরে আদালতে মামলা করেছেন ইমদাদুল কবির মিঠু নামে এক ব্যক্তি। তিনি বাঘারপাড়া উপজেলার ভিটেবল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, ঝিনাইদহ শহরের আব্দুল হোসেন সড়ক বেপারীপাড়ার বাসিন্দা আইনজীবী খান আকরাম হোসেন, তার স্ত্রী শামিমা ইয়াসমিন, মেয়ে ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার কর্মকর্তা নুসরাত জেরিন ও কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুরের কাজী জুলফিকার আলম। মামলার বিবরণে জানা গেছে, ইমদাদুল কবির মিঠু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যশোরে ব্যবসা করছেন। ২০০৯ সালে তিনি নুসরাত জেরিনকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান আছে। নুসরাত জেরিন বর্তমানে ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। ঝিনাইদহ শহরে নুসরাত জেরিনের ৫ শতক জমি রয়েছে। এ জমিতে বাড়ি নির্মাণ করে দেয়ার জন্য তিনি তার স্বামীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে ইমদাদুল কবির মিঠু স্ত্রী সন্তানদের নিয়ে সংসার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এক মাস আগে তিনি ঝিনাইদহ সহকারী জজ ও পারিবারিক জজ আদালত থেকে একটি নোটিশ পান। যার নম্বর ৭৭/২১। এ মামলার নকল তুলে তিনি দেখতে পান, আসামিরা বিয়ের কাবিননামা তৈরিতে জালজালিয়াতির আশ্রয় নিয়েছেন। এরপর ইমদাদুল কবির মিঠু বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।