ডুমুরিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন

0

ডুমুরিয়া ( খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ককর্মসূচি পালিত হয়েছে। সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, তার জীবনের উপর আলোচনা, কুইজ, বির্তক ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং গাছের চারা রোপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান, কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, আইসিটি অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শেখ রাসেলের জম্ম দিনে গাছের চারা রোপন করেন। এ ছাড়া কুইজ, বির্তক ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেখ রাসেল দিবসে ডুমুরিয়া এন জি সি কে মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মহাবিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।