একাকী নারী কী করেন? জানলে চমকে উঠবেন

0

লোকসমাজ ডেস্ক॥ কর্মব্যস্ততার ফাঁকে অবসর পেলে সবাই নিজের মতো করেই সময় কাটাতে চেষ্টা করেন। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। কে কীভাবে অবসর কাটাবেন তা নিতান্তই নির্ভর করে তার উপর। আবার যারা ব্যস্ততা কাটিয়ে নিজের জন্য সময় বের করতে পারেন না তারা মুড সুইংয়ে ভোগেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, অবসরে নারীরা এমন কিছু কাজ করেন, যা জানলে চমকে উঠবেন!
>> প্রতিদিন যেসব নারীরা টাইটফিট জামাকাপড়ে অভ্যস্ত, তারা একা থাকলে সাধারণত হালকা লুস ফিটিং জামাকাপড় পরেন।
>> সমীক্ষা বলছে, প্রাক্তনের ছবি দেখা বা সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল দেখে সময় কাটাতে সবচেয়ে ভালোবাসেন নারীরা।
>> জানেন কি, নারীরা সবচেয়ে বেশি কাদের কথা ভাবেন? অধিকাংশই বলবেন ছেলেদের কথা। তবে সমীক্ষা বলছে, নারীরা অবসরে অন্য নারীর কথাই বেশি ভাবেন।
>> অবসরে নারীরা নিজের মতো করেই সময় কাটাতে ভালোবাসেন। সমীক্ষা বলছে একা থাকলে নারীরা ঘরের ভেতরে বাথরুমের দরজা খোলা রাখতেই ভালোবাসেন।
>> অবসরে নাচতে ভালোবাসেন অর্ধেকেরও বেশি নারী। সমীক্ষা বলছে, ফাঁকা ঘরে গান চালিয়ে নাচতে সবচেয়ে বেশি পছন্দ করেন নারীরা। কারণ এ সময় বিরক্ত করার মতো কেউ থাকেন না।
>> অবসরে অনেক নারীই দীর্ঘসময় ধরে গোসল করেন। প্রতিদিনের ব্যস্ততায় যা সম্ভব হয় না। আবার অনেকেই অলসভাবে একাকীত্ব যাপন করেন।
>> সমীক্ষায় আরও জানা গেছে, ঘরে একা থাকলে বেশিরভাগ নারীই প্রাপ্তবয়স্কদের ছবি দেখেন। ছেলেদের থেকেও এ বিষয়ে তারা এগিয়ে!
>> ঘণ্টা পর ঘণ্টা আয়নায় নিজেকে দেখেই কাটিয়ে দিতে পারেন অনেক নারীই। মুখে একটা ব্রণ বের হলে কিংবা চোখের নিচে কালি পড়লে তারা আরও চিন্তিত হয়ে যান। তাই অবসরে স্ক্রিন কেয়ারও করেন অনেকেই।
সূত্র: জিনিউজ