‘ভার্চুয়াল বিশ্ব’ তৈরি করতে ১০ হাজার কর্মী নেবে ফেসবুক

0

ইশতিয়াক হাসান॥ ইউরোপিয় ইউনিয়ন থেকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক। সোমবার (১৮ অক্টোবর) এমনই একটি ঘোষণা দিয়ে ফেসবুক জানায়, মেটাভার্স নামে ভার্চুয়াল বিশ্ব তৈরি করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। এ দিকে রয়টার্স জানায়, এ বছর সেপ্টেম্বরে ফেসবুক মেটাভার্স তৈরি করার জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করে। যে কাজে রবলক্স এবং ফোর্টনাইট গেমের প্রস্তুতকারক এপিক গেমস ইতোমধ্যেই অনেকদূর এগিয়ে গেছে। ইতোপূর্বে ফেসবুক অকুলাস কোয়েস্ট-২ হেডসেট দিয়ে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মিটিং আয়োজনের পরীক্ষা চালাচ্ছিল বলে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি। ফেসবুক আরও জানায়, জুলাইতে মেটাভার্স তৈরি করার জন্য তারা একটি প্রোডাক্ট টিম তৈরি করে যেটা ফেসবুক রিয়েলিটি ল্যাবের একটি অংশ। মূলত ইউরোপিয়ান টেক ইন্ডাস্ট্রি এবং ইউরোপিয়ান টেক ট্যালেন্টদের ওপর আস্থা রেখে এই বিনিয়োগটি করা হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।