থাক‌ছে না বি‌শেষ বিবেচনায় মাস্টা‌র্সে ভ‌র্তি : অ‌ক্টোব‌রে শুরু হচ্ছে সাত ক‌লে‌জের সশরী‌রে ক্লাস

0

লোকসমাজ ডেস্ক॥ অ‌ক্টোব‌রের ম‌ধ্যে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের অ‌ধিভূক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের অনার্স ও মাস্টা‌র্স শ্রে‌ণির শিক্ষার্থী‌দের সশরী‌রে ক্লাস শুরু হ‌বে ব‌লে জানান সাত ক‌লেজ সমন্বয়ক ও ঢাকা ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
এক সাক্ষাতকারে ‌তি‌নি ব‌লেন, আমরা ইতোম‌ধ্যে একাদশ ও দ্বাদশ শ্রে‌ণির শিক্ষার্থী‌দের সশরীরে ক্লাস নেওয়া শুরু ক‌রেছি। তা‌দের জন্য হলও খু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। ‌শিগ‌গির অনার্স ও মাস্টা‌র্স শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হ‌বে এবং হ‌লে উঠা নি‌শ্চিত ক‌রে অ‌ক্টোব‌রের ম‌ধ্যে তা‌দের সশরী‌রে ক্লাস শুরু করা হ‌বে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খোলা এবং সশরী‌রের ক্লাস নেওয়ার বিষ‌য়ে সরকারি সিদ্ধান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও ২০১৫-১৬ শিক্ষাব‌র্ষের শিক্ষার্থীরা বি‌শেষ বি‌বেচনায় মাস্টা‌র্সে ভ‌র্তি হ‌তে পার‌বে কিনা যা গতবছ‌রে ছি‌লো এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, গতবছ‌রে এরকম স‌ু‌যোগ থাক‌লেও এ বছ‌রে আপাতত সে সু‌যোগ নাই। কারণ প্র‌তি বছ‌রে এরকম সু‌যোগ দি‌লে সেটা তো আর বি‌শেষ বি‌বেচনা থাক‌ে না। তখন নিয়ম‌িত হ‌য়ে যায়। তবুও সকল সিদ্ধান্ত ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের নিয়ম অনুযায়ী হ‌বে।।