আবারও পারমাণবিক সমঝোতায় বসতে যাচ্ছে ইরান

0

লোকসমাজ ডেস্ক॥ ২১ অক্টোবর থেকে আবারও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক সমঝোতায় বসতে যাচ্ছে ইরান। রোববার দেশটির এক আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে আলোচনার পর এ তথ্য জানিয়েছেন। মন্ত্রীর বরাত দিয়ে আহমাদ আলিরেজাবিগুই বলেছেন, ‘৪+১ গ্রুপের সঙ্গে বৃহস্পতিবার থেকে ব্রাসেলসে আলোচনা শুরু হবে।’ আলোচনায় বসতে যাওয়া এই ৪+১ গ্রুপের মধ্যে রয়েছে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও জার্মানি।
গত এপ্রিলে ভিয়েনায় এই পাঁচটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেছিল ইরান। যুক্তরাষ্ট্র অবশ্য পরোক্ষভাবে সমঝোতায় অংশ নিয়েছিল। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে চুক্তির অনেক শর্ত থেকে ধীরে ধীরে সরতে থাকে ইরান।