‘দাম বাড়ানো মুনাফাখোরদের রক্ষা করছে সরকার’

0

লোকসমাজ ডেস্ক॥ লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার, অন্যদিকে সরকারকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতারা। তারা বলেন, একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে সরকার লুটেরা মুনাফাখোর মজুতদারদের পাহারাদার হিসেবে সিন্ডিকেটকে রক্ষা করছে। জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায় নেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (১৭ অক্টোবর) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. এ. সামাদ বলেন, সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকারকে নিয়ন্ত্রণ করছে।
অবিলম্বে চাল, ডাল, তেলস নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়ে কমরেড সামাদ বলেন, একে তো করোনায় মানুষ দিশেহারা, তারপর দ্রব্য মূল্যবৃদ্ধি যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কমরেড আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ।