রামপালে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন সুলতানা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ নানান জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্থগিত হওয়া রাজনগর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের নৌকা প্রতীক পেলেন সুলতানা পারভীন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রুদ্ধশ্বাস অপেক্ষার পর বৃহস্পতিবার নৌকার প্রতীক পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ত্যাগী ও তরুণ প্রজন্মের উদীয়মান প্রার্থীদের অনেকটা পেছনে ফেলে সদ্য প্রয়াত চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু’র স্ত্রী সুলতানা পারভীন সফল হওয়ায় এলাকায় তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে। জানা গেছে, তফসিল ঘোষণার পর করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রথম ধাপের ইউপি নির্বাচন স্থগিত হওয়া অবস্থায় চেয়ারম্যান প্রার্থী ও চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু করোনায় আক্রান্ত হয়ে দুই মাস পূর্বে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উল্লেখ, চেয়ারম্যান ডাবলু’র মৃত্যুর পর ওই ইউনিয়নের ১২/১৩ জন চেয়ারম্যান প্রার্থী হতে চেয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন।