চৌগাছায় এবার ৪৯ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছা উপজেলায় এ বছর ৪৯টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নে এই দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, পৌর এলাকায় মোট ৬টি মন্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। এগুলো হলো-কালীতলা সর্বজনীন কালী মন্দির, ঋষিপাড়ার রাজেশ্বরী দুর্গা মন্দির, আদিবাসীপাড়া দুর্গা মন্দির, ইছাপুর সার্বজনীন দুর্গা মন্দির, নিরিবিলিপাড়া দুর্গা মন্দির ও তারিনিবাস কালী মন্দির। এছাড়া ফুলসারা ইউনিয়নের জামিরা-বলিদাপাড়া দুর্গা মন্দির ও জামিরা ঋষিপাড়া দুর্গা মন্দির, পাশাপোলের বাড়িয়ালী দুর্গা মন্দির ও রানীয়ালী দুর্গা মন্দির। সিংহঝুলীর গরীবপুর সাহাপাড়া রাধাবল্লভ মন্দির, জাহাঙ্গীরপুর দুর্গা মন্দির ও গরীবপূর ঋষিপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, ধুলিয়ানী রাধা গোবিন্দ মন্দির, চৌগাছা সদরের উত্তর কয়ারপাড়া হরিতলা দুর্গা মন্দির, উত্তর কয়ারপাড়া বড়বাড়ি দুর্গা মন্দির, দক্ষিণ কয়ারপাড়া আখ সেন্টার দুর্গা মন্দির, দক্ষিণ কয়ারপাড়া দাসপাড়া দুর্গা মন্দির, দিঘলসিংহা রাধাগোবিন্দ মন্দির ও বেড়গোবিন্দপুর দুর্গা মন্দির, জাগদীশপুরের মির্জাপুর দুর্গা মন্দির, আড়কান্দি দুর্গা মন্দির, আড়পাড়া ঘোষপাড়া দুর্গা মন্দির, আড়পাড়া কায়েস্তপাড়া দুর্গা মন্দির ও মাড়–য়া দুর্গা মন্দির, পাতিবিলার হয়াতপুর দুর্গা মন্দির, পাতিবিলা দুর্গা মন্দির, বিশ্বনাথপুর কালী মন্দির ও মুক্তহদা দাসপাড়া কালী মন্দির, হাকিমপুরের যাত্রপুর সার্বজনীন দুর্গা মন্দির, হাকিমপুর হরিতলা দুর্গা মন্দির ও চাকলা-স্বরুপপুর দুর্গা মন্দির, স্বরুপদহের বহিলাপোতা দুর্গা মন্দির, মাশিলা দুর্গা মন্দির, খড়িঞ্চা হালদারপাড়া দুর্গা মন্দির, মাধবপুর দুর্গা মন্দির, দেবালয় হালদারপাড়া দুর্গা মন্দির, সাঞ্চাডাঙ্গা দাসপাড়া দুর্গা মন্দির, দেবালয় রাধাবল্লভ মন্দির, নারায়নপুরের বড়খানপুর কারী মন্দির ও নারায়নপুর দুর্গা মন্দির, সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া রাধাবল্লভ মন্দির, পুড়াপাড়া হরি মন্দির, বর্ণি রাধাগোবিন্দ মন্দির, সুখপুকুরিয়া দাসপাড়া দুর্গা মন্দির, বড়বর্ণি দুর্গা মন্দির, পুড়াপাড়া সর্দারপাড়া দুর্গা মন্দির ও বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় বলেন, এ বছর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ৪৯ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ স¤পন্ন হয়েছে।