নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ নির্বাচন নির্বাচন খেলা আর হবে না বলে মন্তব‌্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য করেন। ‘১ অক্টোবর ২০০১: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় হতে হবে।’ সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের (সরকার) দিন শেষ। এখনো সময় আছে, মানুষের ভাষা পড়েন। দেয়ালের লিখন দেখেন। দেখে মানে মানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান তৈরি করে সরে যান এবং জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে দিন।’
গণঅভ্যুত্থানের আহ্বান জানিয়ে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুধু পদের জন্য দৌড়াবেন না। নতুন কমিটি হচ্ছে, তার জন্য মাঠ বোঝাই করে দেবেন না। মাঠ বোঝাই করবেন যখন আন্দোলনের ডাক আসবে, মাঠ বোঝাই করবেন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মাঠে নামব, গণতন্ত্রের মুক্তির জন্য যখন আমরা মাঠে নামব।’ সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না, দাবি করে তিনি বলেন, ‘এই আওয়ামী লীগ সরকারের জনসমর্থন নেই। রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে, যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়, সে নির্বাচনে তারা ৩০ আসনও পাবে না। এ কারণে তারা রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।