যশোরে চ্যানেল আই’র জন্মদিন পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩-এ’ এই স্লোগানের মধ্যে দিয়ে যশোরে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের প্রথম ডিজিটাল টিভি-চ্যানেল আই-এর ২৩তম জন্মদিন। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাব যশোরের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউবের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যশোর জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, দৈনিক যশোরের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেস ক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সিটি ক্যাবল লিমিটেডের এমডি মোশাররফ হোসেন বাবুসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকে দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে নান্দনিক নানা অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও বিদেশের কোটি কোটি দর্শক হৃদয়ে চ্যানেল আই বিশেষ জায়গা করে নিয়েছেন। বক্তারা চ্যানেল আইয়ের ভবিষ্যত সফলতা কামনা করেন। আলোচনা সভা শেষে চ্যানেল আইয়ের ২৩তম বর্ষে পদার্পণ কেক কেটে পালন করা হয়।