ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলা কমিটির যুগ্ম -আহবায়ক শাওন রেজা খোকার নেতৃত্বে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলার নবগঠিত কমিটির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সংগঠনিক সম্পাদক আব্দুল মুজিদ গজী, সংগঠিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি মনজুর আলম তোতা, যুগ্ন-সাধারন সম্পাদক মাহমুদ মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক মিয়ারাজ হোসেন, দপ্তর সম্পাদক এহতেশাম হামিদ রাজু, উপ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শামীম, শিক্ষা বিষয়ক সম্পাদক আরজু খাতুন, পৌর কমিটির আহবায়ক আনিছুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ জামান তুলি, সদস্য জিল্লুর রহমান, ওয়াসিম আকরাম, আনিছুর রহমান, তৌফিক রেজা টোকনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।