এবার নিজের লুকেই মিমি

0

লোকসমাজ ডেস্ক॥ ‘মিনি’ ছবিতে সংসদ সদস্য নায়িকা মিমি চক্রবর্তী জুটি বাঁধছেন পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে। এ ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে অয়ন্যা চট্টোপাধ্যায়কে। অভিনেত্রীর যে লুক সেটায় চমক এটাই, দেখলে মনে হয় তিনি যেন আছেন ‘মিমি’ লুকে। ‘বোঝেনা সে বোঝেনা’-র সময় পরিচালক রাজ চক্রবর্তী মিমিকে নিয়ে এসেছিলেন নো মেকআপ লুকে। পরবর্তীকালে ‘শুধু তোমারই জন্য’ বা ‘কাঠমুণ্ডু’র মতো ছবিতে মিমিকে গ্ল্যামারাস লুকে দেখা গেছে। এবার মৈনাক চাইছিলেন এতদিন দর্শক যেভাবে দেখেননি মিমিকে, সেভাবে যাতে তাকে তুলে ধরতে। তিনি বলেন, মিমির সঙ্গে কথা বলতে-বলতে মনে হলো ও যেমন নিজের ফ্ল্যাটে যেভাবে থাকে, বন্ধুদের সঙ্গে যেভাবে আড্ডা দেয়, ওর পেটসদের সঙ্গে খেলা করে, তখন মানুষটা যে রকম, তা দর্শক দেখার সুযোগ পান না। তাই মনে হলো, সেই লুকে মিমিকে হাজির করি।