মানসিক স্বাস্থ্যের ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল

0

লোকসমাজ ডেস্ক॥ আইফোনের মাধ্যমে মানুষের চলাচল, ঘুমের গতিপ্রকৃতি ও হৃদস্পন্দন বিশ্লেষণ করে মানসিক স্বাস্থ্য নজরে রাখার ফিচার তৈরিতে কাজ করছে অ্যাপল।সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ধরনের ডেটা বিশ্লেষণ করে মানসিক অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আচরণ শনাক্ত করা যাবে। তিন হাজার স্বেচ্ছাসেবকের অ্যাপল ওয়াচ ও আইফোনের ডেটা বিশ্লেষণের মাধ্যমে এ কাজ করবে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া।
গবেষকরা আইফোন ও অ্যাপল ওয়াচের ডেটা মিলিয়ে স্বেচ্ছাসেবকদের পূরণ করা প্রশ্নোত্তর বিশ্লেষণ করবেন। পরে এ থেকেই তৈরি করা হতে পারে ফিচার।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়গুলোর গবেষণায় একটি প্রকল্প নিয়ে কাজ করছে অ্যাপল। অ্যাপল ও তার অংশীদাররা এ কাজের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই ফিচারটি তৈরিতে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।