শ্যামনগরে ইয়াবা ব্যবসায়ী আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে শফিকুল ইসলাম পেয়াদা নামে এক ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার গভীর রাতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মন্ডলের নেতৃত্বে অভিযানে নিজ বাড়ি থেকে সে আটক হয়। আটক শফিকুল ইসলাম গোবিন্দপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে। এসময় তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ, আটক ইয়াবা ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।